
শহর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরে ফেনী শহরের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং মার্কেটের নিরাপত্তায় জেলা পুলিশের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে গৃহীত ব্যবস্থা সমূহ তুলে ধরে পুলিশ সুপার তা বাস্তবায়নে সকলের সাহাযোগিতা কামনা করেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী জেলার আইন-শৃংঙ্খলা রক্ষার্থে আর্থিক প্রতিষ্ঠান এবং মার্কেটের নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলার গুরুত্বপূর্ণ শপিংমলে ইতিমধ্যে নিরাপত্তামূলক পুলিশী ব্যবস্থা গ্রহণ
করা হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন আর্থিক প্রতিষ্ঠান সমূহ তাদের লেনদেনের ক্ষেত্রে জেলা পুলিশকে অবহিত করতে এবং প্রয়োজনে পুলিশের মানিস্কট টিমের সাহায্য গ্রহন করতেন।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সদা তৎপর জেলা পুলিশ ফেনী।