
ডেস্ক নিউজ: সারাদেশের মতো ফেনীতেও ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৮ টার সময় এ কর্মসূচি শুরু হয়।
ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আহসান , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহেদা হোসেন।
ফেনীর সিভিল সার্জন রুবাইয়াত করিমের সার্বিক তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চালু থাকবে।
জেলার ১১৩৭ টি কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সুসম্পন্ন করতে আরো উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, এমওসিএস, ফেনী সদর উপজেলা মেডিকেল অফিসারবৃন্দ, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, জেলা ইপিআই সুপার প্রমুখ।