ফেনীর ছেলে ডা. আহমেদুল কবির মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১১, ২০২০
  • 14727 Time View

নিজস্ব প্রতিবেদক: ফেনীর কৃতি সন্তান মেডিসিন ডাক্তার অ্যাসোসিয়েশনের মহাসচিব, ঢাকা মেডিকেল মেডিসিন বিভাগের প্রধান, ঢাকা এএমজেড হাসপাতালের চেয়ারম্যান ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আহমেদুল কবির স্বপন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়িত হয়েছেন। এ সাফল্যে ফেনীর বিশিষ্টজনরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

ডা. আহমেদুল কবির ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক আহমেদুল কবীর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু তাঁর। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন।

এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজে আবাসিক চিকিৎসকের দায়িত্ব পান। ২০০৮ সালে সহকারী অধ্যাপক ও ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিভিন্ন জার্নালে তাঁর অন্তত ৩৯টি লেখা প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *