নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর বিভিন্ন হাসপাতাল ও সেচ্ছাসেবী সংগঠনের মাঝে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবায় বিনামূল্যে ২শ’টি বড় সাইজের অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রকিবুর রহমান।
আজ শনিবার (৩১ জুলাই) সকালে ফেনী সিভিল সার্জন কার্যালয় চত্ত্বরে রকিবুর রহমানের পিতামাতার নামে প্রতিষ্ঠিত ‘আলহাজ্ব আবিদুর রহমান ও ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে এ সেবামূলক কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
এসময় সিভিল সার্জন রফিক উস্ সালেহীনের উপস্থিতিতে ফেনী সদর হাসপাতালে ৪০টি, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অটো সেন্ট্রাল অক্সিজেনসহ ২৫টি, ফুলগাজীতে ২৫টি, ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২০টি বড় সাইজের অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়।
পরে ১০টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে প্রায় ৪০টির মত অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে বিতরণ করা হয়।
সিভিল সার্জন জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ক্রিটিক্যাল স্টেজে শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন নিতে হয়। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার খুবই কাজের। বিশেষ করে যারা রোগীকে ঘরে রেখে চিকিৎসা দিতে চান তাদের জন্য।
আলহাজ্ব আবিদুর রহমান ও ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন। এসময় তা বুঝে নেন, ফেনী জেনারেল হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান।
Leave a Reply