ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ফেনীতে করোনায় নিহত হয়েছে ২ জন। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ (RT-PCR) ল্যাবে ফেনীর ৪৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফেনী জেনারেল হাসপাতালে ৩৭টি নমুনার (Rapid Antigen Test) করা হয়েছে। অর্থাৎ সর্বমোট নমুনা পরীক্ষা করা হয় ৫০৬টি। এসময় নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ১৪১ জন। এতে সংক্রমণের হার ২৭.৮৬ ভাগ।
নতুন রোগীদের মধ্যে ফুলগাজীতে ৪ জন, পরশুরামে ২৬ জন, সদরে ৪৭ জন, সোনাগাজীতে ১ জন, দাগনভূঁঞায় ৪২ জন, ছাগলনাইয়ায় ২১ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৮৫০১ জন। নতুন রোগিদের মধ্যে সুস্থ হয়েছে ৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪২১ জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১১০ জন। (সূত্র: সিভিল সার্জন, ফেনী)
Leave a Reply