ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
  • 7 Time View
smart

ডেস্ক রিপোর্ট: ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, ফেনীর মানুষের জন্য কাজ করতেই তিনি এখানে এসেছেন।
যেকোন নাগরিক সমস্যার সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের ঘর-বাড়ি, ফসলি জমি ও ব্যবসা-বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা সরকার ও বিভিন্ন সংস্থা থেকে সহযোগিতা পেয়েছে। সরকার আরো  সহযোগিতা ও ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি পুনঃনির্মাণ করবে বলে আশ্বাস দেন তিনি।
এসময় সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে ফেনী জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নদী ভাঙ্গন, ইজারাবিহীন বালু উত্তোলন, শীত মওসুমে ফসলি জমির টপসয়েল কাটা, শহরের যানজট, অবৈধ পার্কিং, বহুতল ভবনের পার্কিংয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ট্রাংক রোডে খাসজমি দখল করে মার্কেট ও বহুতল ভবন নির্মাণ, পাসপোর্ট অফিস ও নির্বাচন অফিসে হয়রানি, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে চড়া মূল্যে খাবার বিক্রি, বন্যায় গ্রামীণ সড়কের চিত্র এবং মুসাপুর ক্লোজারসহ বিভিন্ন সমস্যার বাস্তব চিত্র তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর ফেনী প্রতিনিধি আবু তাহের, আরটিভি ও যায়যায়দিন’র ফেনী প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল আই’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, চ্যানেল২৪’র ফেনী প্রতিনিধি দিলদার স্বপন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র ফেনী প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দীক আল মামুন, দি এশিয়ান এইজ, দৈনিক দেশকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের ফেনী’র সম্পাদক শাহাদাত হোসাইন, বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক সকালের সময়’র স্টাফ রিপোর্টার ওমর ফারুক, এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জিয়াউদ্দীন সোহাগ, দৈনিক বর্তমান’র ফেনী প্রতিনিধি নুরুল করিম আজাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *