ফেনী সিটি গার্লস হাই স্কুলে গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
  • 1 Time View

সংবাদ বিজ্ঞপ্তি: ইদ্রিছ-নাহার ট্রাস্ট ফেনী কর্তৃক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে আয়োজন করা হয় ”৩য় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড -২০২৪”।

ফেনী সিটি গার্লস হাই স্কুল এর সার্বিক সহযোগিতায় ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১ম পর্যায়ে ২২ নভেম্বর, শুক্রবার, ৪র্থ ও ৫ম শ্রেণির ৪৯০ জন শিক্ষার্থী এবং ২য় পর্যায়ে ২৩ নভেম্বর, শনিবার, ৬০ টি প্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী উক্ত অলিম্পিয়াডে অংশ নেয়।   

ইদ্রিছ-নাহার ট্রাস্ট ফেনী ও ফেনী সিটি গার্লস হাই স্কুল এর প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ এম মামুনুর রশীদ জানান অভিভাবকগণ ব্যতিক্রমী এ আয়োজনে বেশ সাড়া দিয়েছেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ট্রাস্ট চেয়ারম্যান মাও: ওমর ফারুক, তরুণ রাজনৈতিক ও শিক্ষানুরাগী আনম আবদুর রহীম, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ, ফেনী প্রতিনিধি কামরুল হাসান লিটন, ফেনীর স্বনামধন্য বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রধান, শিক্ষক নেতা প্রকৌশলী ছানোয়ার হোসেন, দৈনিক নবচেতনা প্রতিনিধি সাহেদ চৌধুরী, অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, এডভোকেট মোঃ কামরুজ্জামান, ছাত্রনেতা নাজমুল প্রমুখ।
উল্লেখ্য বিগত ২ বছর প্রতি শ্রেণিতে কৃতিত্বের সনদ ২০ জন করে, চার শ্রেণিতে মোট ৮০ জনকে প্রদান করা হয়। এবারও ৪ শ্রেণিতে সেরা প্রতিযোগী ৮০ জনকে ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *