নিজস্ব প্রতিবেদক: ফেনীর ঐতিহ্যবাহী মেসার্স জিয়া ফোম এন্ড ফার্ণিচারের ৩০ বছর পূর্তি উপলক্ষে ক্রেতাদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার শহরের রামপুর এলাকায় জিয়া ফোম এন্ড ফার্ণিচার প্রাঙ্গণে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জিয়াউল হক হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের এক হাজার ক্রেতাদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়।
ছিলেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির লুৎফুল কবির, দিলদার ব্রেড এন্ড ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী আবুল কালাম, চট্টগ্রাম আদালতের জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট মো. মহিবুল্লাহ, রামপুর গালর্স স্কুলের প্রধান শিক্ষক, মো. আবুল হাসেম এনআরবি গ্লোবাল ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল প্রমূখ।
জিয়া ফোমের স্বত্বাধিকারী জিয়াউল হক হায়দার জানান, ৩০ বছরপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের এক হাজার ক্রেতাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও গ্রাহকদের জন্য কিস্তিতে পণ্য বিক্রির সুবিধা ও বিশেষ ছাড় দেয়া হয়েছে।
Leave a Reply