ফেনীতে গণ টিকাদান উদ্বোধন করলেন নিজাম হাজারী এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৭, ২০২১
  • 24443 Time View
স্টাফ রিপোর্টার: পূর্বের নির্ধারিত ঘোষণা অনুযায়ী গণ টিকাদান কর্মসূচিতে শনিবার, (৭ আগস্ট) ফেনীতে ১ দিনে কোভিড ১৯-এর টিকা  নিয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ।সকাল নয়টায় ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত ডা. সাজ্জাদ মিলনায়তনে এই কর্মসূচি উদ্বোধন করেন ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফেনীর সিভিল সার্জন রফিক-উস-সালেহীনের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, ফেনী জেলা বিএমএ’র সভাপতি ডা. সাহেদুল ইসলাম কাওসার, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এছাড়া  ফেনী জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলায় গণ টিকাদান কার্যক্রমে একদিনে টিকা নিয়েছেন  মো্ট ২৯,২৪২ মানুষ। টিকাদান কর্মসূচিতে জেলার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। অত্যন্ত আনন্দঘন পরিবেশে টিকাদানে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষরা। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা ও ইউনিয়নে একযোগে টিকাদান কর্মসূচি অনষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপি সফলভাবে টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *