নিজস্ব প্রতিবেদক: ফেনীতে আ’লীগের সাবেক পৌর কাউন্সিলর, নারী ইউপি চেয়ারম্যান ও এক ছাত্রলীগ নেতাসহ একদিনে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী মডেল থানা সূত্রে জানা গেছে, রাজধানীর পল্টনে অভিযান চালিয়ে ফেনী জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর ও আ’লীগ নেতা আমির হোসেন বাহারকে গ্রেপ্তার করে পুলিশ। বাহার ফেনী শহরের রামপুরের বাসিন্দা। গত ৪ অগাস্টে মহিপালে গণহত্যা ও ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
এদিকে সোনাগাজী উপজেলা চত্ত্বর থেকে সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেত্রী উম্মে রুমাকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেনীর খাজুরিয়া এলাকার বাসিন্দা ও ছাত্রলীগ নেতা এখলাছ উদ্দীন, মোটবীর সাদ্দাম হোসেন, রুহিতিয়া গ্রামের মোঃ ফয়েজ আহমদ, ফাজিলপুরের শিবপুর গ্রামের ফজলুল হক সুমন ও দাগভূঁঞার উত্তর করিমপুরের হেদায়েত উল্লাহ সোহেলসহ মোট ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মহিপালের গণহত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।
Leave a Reply