এমএ হাসান,পরশুরাম : ১৫শ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আলোকিত পরশুরাম’ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বড় পরিসরে এমন বৃত্তি পরীক্ষা উপজেলায় এবারই প্রথম।
শনিবার (২৩ নভেম্বর) সকালে পরশুরাম সরকারি মডেল পাইলট হাই স্কুল, পরশুরাম কবি শামছুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পরশুরাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ৯৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর ১৫০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বর্ণমালা পাঠশালা’র অধ্যক্ষ, পরশুরাম কলেজিয়েট স্কুল’র ব্যবস্থাপনা পরিচালক ও পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো মহি উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন পরশুরাম সরকারি মডেল পাইলট হাই স্কুল’র সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক জিন্নাহ।
বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমেদ, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক,পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফ, পরশুরাম কবি শামছুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান প্রমুখ।
Leave a Reply