জসিম মাহমুদ: ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের সোনাপুর উচ্চ বিদ্যালয়ের নব নিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবতী দায়িত্বভার গ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনিল নাথ। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, মঞ্জুরুল আলম কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবনিযুক্ত প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবতী, স্কুলের বিদ্যুৎসাহী সদস্য সাংবাদিক জসীম মাহমুদ, বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাখাল চন্দ্র পাল, সিনিয়র শিক্ষক নরোত্তম কুমার মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে অনিল নাথ বলেন, একজন যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তি আজ সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আসন অলংকৃত করেছেন। তিনি তার মেধা ও অভিজ্ঞতার আলোকে এই বিদ্যাপীঠকে সাজাবেন এবং বিচক্ষণ নেতৃত্ব দিয়ে সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবেন বলে বিশ্বাস করি। শিক্ষকেরা হলেন আলোর দিশারী, সমাজের বিবেক, মানুষ গড়ার কারিগর ও শৃঙ্খলার মূর্ত প্রতীক। উত্তম বাবুর কাছে এসব গুণ রয়েছে।
সাংবাদিক জসীম মাহমুদ বলেন, স্কুল পরিচালনা হবে স্কুলের প্রধান শিক্ষক ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর নেত্বত্বে। ম্যানেজিং কমিটির কাছে আপনাদের সুবিধা অসুবিধা তুলে ধরবেন, আমরা তা নিরূপনের ব্যবস্থা করবো। ফেনী জেলায় একমাত্র সোনাপুর উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকদের ছোটখাটো চাহিদা পূরণে ম্যানেজিং কমিটি সহায়ক ভূমিকা পালন করে। আপনারা নির্ভয়ে কাজ করুন। যেকোন সমস্যায় ম্যানেজিং কমিটি আপনাদের পাশে আছে এবং থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য নজরুল ইসলাম মানিক, অভিভাবক সদস্য, ওয়াহিদুল আলম শামীম, আবদুল মান্নান পাটোয়ারী, সহকারী শিক্ষক খালেদ সাইফুল্লাহ, নুরুল আলম ভূঁইয়া মানিক, অর্জুন কুমার কর্মকার, প্রদেশ চন্দ্র দে, লীনা রাণী দে, আবদুল মহি,সুমন পাল, নূর উদ্দিন, রেদওয়ানুল হক ভূঁইয়া, জান্নাতুল ফেরদৌস সিদ্দিকী, তনু রাণী দাস প্রমুখ।
Leave a Reply