শহর প্রতিনিধি: ফেনী শহরের মিজান রোডের তেমুহনিতে উদ্বাধন করা হলো নান্দনিক ইসলামী ভাস্কর্য। ‘শান্তি চত্ত্বর’ নামে এ ভাস্কর্যটিতে আল্লাহর গুণবাচক ৯৯টি নাম সংযোজন করা হয়েছে। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় এটি উদ্বোধন করেন ফেনী-২ আসনেরিএমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সার্বিক দিকনির্দেশনায় ও পৌরসভার অর্থায়নে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। পৌর সূত্রে জানা গেছে, ২ মাসে এর কাজ সমাপ্ত করেন নিউ স্মার্ট জেনারেল সার্ভিস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ভাস্কার্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে বলেও জানা গেছে।
এসময় নিজাম হাজারী বলেন, দীর্ঘদিন ধরে মিজান ময়দানে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সভা-সম্মেলন হয়। জেলার ঐতিহ্য ফেনী আলিয়া মাদ্রাসা সড়ক হিসেবেও এ সড়কটি পরিচিত। তাই মিজান ময়দান ও আলিয়া মাদ্রাসার প্রবেশদ্বারে এটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে শহরটিতে আরও ইসলামিক ভাস্কর্য নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply