পরশুরাম প্রতিনিধি: পরশুরামের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে এমরান হোসেন রাহিম (১৮) নামে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের বাবা মোঃ ইসমাইল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় উপজেলার দক্ষিণ কেতরাঙ্গার হাবিব উল্যাহর ছেলে রফিকুল ইসলাম রনি (১৯), মো. ইউসুফ মিয়ার ছেলে এয়াকুব নবী স্বপন (২৫), আবুল হাশেমের ছেলে শাকিল (২৩), মোহাম্মদ রুহুল আমিনের ছেলে ইসমাইল (৪৫), মোহাম্মদপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে আবুল কাশেম (৪৫) ও সাতকুচিয়া গ্রামের করিম (৪৫)-সহ অজ্ঞাত আরো ৪–৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম ও এয়াকুব নবী স্বপন নামে ২ আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে চলমান রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে একই এলাকার রফিকুল ইসলাম রনির নেতৃত্বে হামলা চালিয়ে ছুরিকাঘাতে পরশুরাম সরকারি কলেজের ছাত্র রাহিমকে গুরুতর জখম করে আসামীরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকান্ডে জড়িত ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply