
দাগনভূঞা প্রতিনিধি : সমাজ পরিবর্তনের অঙ্গিকার প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার অনুমোদিত ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে পরিবারের হাসি প্রজেক্টে সেলাই মেশিন উপহার বিতরন বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এফবিএম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান একরামুল হক, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও উপসহকারি কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ, ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশনের সমন্বয়ক ইস্কান্দার শাহজাদা বাবু, ফাউন্ডেশনের সাহিত্য সম্পাদক ও দাগনভূঞা প্রেসক্লাবের প্রশিক্ষণ সম্পাদক কবি এটিএম আতিকুল ইসলাম বাদল, আজকের সময় প্রতিনিধি আবদুল আজিজ সায়েম, প্রবাসী মিলন আমির প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ কর্মক্ষম সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার তুলে দেন।