
ফুলগাজী প্রতিনিধি: ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে (৫৭) মঙ্গলবার (২৫ মার্চ) ফেনী শহরে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় তাঁর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। বুধবার দুপুরে তাঁকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে ফুলগাজী বিএনপির অফিস ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত ৫ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনী চেয়ারম্যান নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছিলেন।