নিজস্ব প্রতিবেদক: ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ ৯ নভেম্বর শুক্রবার থেকে আ‘লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ফেনীর ৩টি আসনে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আ‘লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। ফেনী জেলা আ‘লীগ নেতাকর্মীরা বর্তমানে ঢাকায় ভিড় করেছেন। নেতার মনোনয়ন সংগ্রহ দেখতে এবং উৎসাহ দিতে ঢাকায় অবস্থান করছেন তারা। ফেনী জেলা আ‘লীগ সভাপতি আবদুর রহমান বিকম নেতাকর্মীদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন। তিনি আলাউদ্দীন নাসিম এবং নিজাম উদ্দীন হাজারীর পক্ষে মনোনয়ন সংগ্রহে গেছেন বলে নিশ্চিত করেন একটি সূত্র। দলের ধানমন্ডি কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। এদিকে শেষ খবর পা্ওয়া পর্যন্ত ফেনী-১ ও ২ আসন থেকে প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম হেভিওয়েট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ফেনী-২ সদর আসনে আরো ৪ জন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরা হলেন- প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জেলা আ‘লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান সাংসদ নিজাম উদ্দিন হাজারী, আ‘লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট কাজি ওয়ালীউদ্দীন ফয়সাল, যুবলীগনেতা ও ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল হক আরজু ।
ফেনী-৩ আসন থেকে দলের মনোনয়নপত্র কিনেছেন ৬ জন। এরা হলেন, অভিনেত্রী শমী কায়সার ও রোকেয়া প্রাচী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, আ‘লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন এবং সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম ।
জেলা আ‘লীগের এক নেতা, ১ম দিন উল্লেখিতদের মনোনয়নপত্র সংগ্রহের সত্যতা নিশ্চিত করেন।উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply